হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদীর ধারে শাক তুলতে গিয়ে নিখোঁজ যুবক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নেতাই নদীর ধারে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পার হলেও যুবক হাসেম মিয়ার (২৫) সন্ধান পাওয়া যায়নি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নেতাই নদীতে নিখোঁজ হন হাসেম মিয়া। আজ শনিবার সকাল থেকে তাঁকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। 

নিখোঁজ যুবক উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেব আলীর ছেলে। 

স্থানীয়রা বলছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে হাসেম মিয়া নেতাই নদীর ধারে গিয়ে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে থাকে। কিছুক্ষণ পর ওই জায়গায় তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয় এক কিশোর। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এসে নদীতে নেমে উদ্ধার কাজ চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। হাসেম মিয়ার পরিবার জানায় তাঁর মৃগী রোগ ছিল। 

এদিকে নিজেরা খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাতে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আজ সকাল ১০টা থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। 

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিখোঁজ যুবকটির উদ্ধারে অভিযান চলছে।’ 

দুর্গাপুর থানার কর্মকর্তা (ওসি) শিবিরূল ইসলাম জানান, ‘খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।’ 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন