হোম > সারা দেশ > ময়মনসিংহ

ওয়াইজেএফবির নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই

জাককানইবি প্রতিনিধি 

এস এম মোজতাহীদ প্লাবন ও জান্নাত জাহান জুঁই। ছবি: সংগৃহীত

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, ‘এটা সাংবাদিকদের জন্য কল্যাণমূলক সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, ‘সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ বিভিন্ন সময় হলুদ সাংবাদিকদের জন্য এটি বিতর্কিত হয়। সাংবাদিকতা তাঁর ঐতিহ্য হারিয়ে ফেলে। তাই এই হলুদ সাংবাদিকতা রুখতে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’

কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।

এ ছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন