Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে সহযোগিতা, শিক্ষকের কারাদণ্ড

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে সহযোগিতা, শিক্ষকের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালে নিজের মেয়েকে সহযোগিতা করার অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিকেলে সাজাপ্রাপ্ত ওই শিক্ষককে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে ঢুকে এক পরীক্ষার্থীর খাতা ওলটপালট করে দেখছিলেন এক ব্যক্তি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাঁকে আটক করে সাজা দিয়েছেন। পরে জানতে পারি, তিনি এই কলেজের শিক্ষক।

আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, নিজের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় ওই শিক্ষককে পরীক্ষার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরীক্ষার সময় শেষ হলে তিনি কক্ষে প্রবেশ করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষে ঢুকে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে ওই শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে বিএনপির নেতাসহ ৩ জনকে কুপিয়ে আহত

দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন: বাবর

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

এসপিবিকের অনিয়ম: ধারের শিক্ষার্থী দেখিয়ে অর্থ লোপাট

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল