ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ শাখা। উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল ও তাঁর লোকজন ওই হামলা চালায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ বি এম ফারুক হোসেন, কাউন্সিলর ইন্দ্রজিৎ দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান ও হাতেম আলীকে গ্রেপ্তার না করে পুলিশ অন্য তিন আসামিকে গ্রেপ্তার করেছে। দ্রুত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।
গত ৩ এপ্রিল তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের হাতেম আলীর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা তিন প্রকৌশলী সৈকত মাহমুদ, আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেলকে মারধর করেন। এ ঘটনার পরদিন তারাকান্দা থানায় প্রকৌশলী সৈকত মাহমুদ বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রকৌশলীদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।