বাবার মৃত্যুর একদিন পর মারা গেলেন ছেলেও। ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা গ্রামে আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গত শনিবার রাতে উপজেলার গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৭৩) নিজ গ্রামে ধর্মীয় মাহফিল শুনে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য তার ছোট ছেলে জুলমত আলী আকন্দ (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ রোববার চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। ওই দিনই জুলমত আলী অ্যাম্বুলেন্সে করে তাঁর বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্স থেকে নেমে বাবার মরদেহ নামানোর পরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে ওই অ্যাম্বুলেন্সে করেই জুলমতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোববার ভোর রাতে তাঁকেও মৃত ঘোষণা করেন। জুলমত আলী ২০ দিন আগে সিঙ্গাপুর থেকে বিয়ে করার জন্য নিজ বাড়িতে এসেছিলেন। এ জন্য কয়েক দিন ধরে তাঁর বাবা আব্দুল জলিল বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজছিলেন।
আব্দুল জলিলের ভাতিজা বাদশা মিয়া বলেন, এমন ঘটনায় আমরা হতবিহ্বল। এ মৃত্যু আমরা সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে।
রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকুনোজ্জামান রোকন বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।