Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিয়ের জন্য এসেছিলেন দেশে, বাবার একদিন পর ছেলের মৃত্যু 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

বিয়ের জন্য এসেছিলেন দেশে, বাবার একদিন পর ছেলের মৃত্যু 

বাবার মৃত্যুর একদিন পর মারা গেলেন ছেলেও। ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা গ্রামে আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, গত শনিবার রাতে উপজেলার গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৭৩) নিজ গ্রামে ধর্মীয় মাহফিল শুনে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য তার ছোট ছেলে জুলমত আলী  আকন্দ (২৩) ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ রোববার চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। ওই দিনই জুলমত আলী অ্যাম্বুলেন্সে করে তাঁর বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্স থেকে নেমে বাবার মরদেহ নামানোর পরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে ওই অ্যাম্বুলেন্সে করেই জুলমতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোববার ভোর রাতে তাঁকেও  মৃত ঘোষণা করেন। জুলমত আলী  ২০ দিন আগে সিঙ্গাপুর থেকে বিয়ে করার জন্য  নিজ বাড়িতে এসেছিলেন। এ জন্য  কয়েক দিন ধরে তাঁর বাবা আব্দুল জলিল বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজছিলেন।   

আব্দুল জলিলের ভাতিজা বাদশা মিয়া বলেন, এমন ঘটনায় আমরা হতবিহ্বল। এ মৃত্যু আমরা সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি  দাফন করা হবে। 

রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকুনোজ্জামান রোকন বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই পরিবারসহ  গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর