ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে সুমন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটেছে। কিশোর উপজেলার উত্তর রানীপুর গ্রামের আব্দুল মোমেন মিয়ার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সন্ধ্যার কিছু আগে ভারতীয় একদল বন্য হাতি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর গ্রামে নেমে এসে ফসল নষ্ট করে। এ সময় এলাকার লোকজন হাতি তাড়াতে সীমান্তে যান। তাঁদের মাঝে ছিল কিশোর সুমন মিয়া। হঠাৎ সুমন মিয়া হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।