Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি

বাগমারায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

বাগমারা (রাজশাহী): রাজশাহী বাগমারা উপজেলায় হোসেন আলী (৩৯) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নিজ বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে তাঁর বাড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হোসেন আলী। স্বামীকে বিছানায় রেখে সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করেন স্ত্রী। ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে স্বামীকে ঘুম থেকে ডাকেননি তাঁর স্ত্রী। বেলা ১১টার দিকে সকালের খাবার রান্নার পর স্বামীকে ডাকলে তাঁর সাড়াশব্দ পাননি তাঁর স্ত্রী। সন্দেহ হলে পাশের বাড়ির স্বজনদের ডেকে আনেন তিনি। এ সময় তাঁরা ঘরে এসে হোসেন আলীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে হোসেন আলীর লাশের সুরাতহাল প্রতিবেদন সংগ্রহ করে। রহস্যজনক মৃত্যু হওয়ায় ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের গলায় ও মুখে দাগ রয়েছে বলে জানান তারা।

এদিকে স্বজনেরা অভিযোগ করেন, হোসেন আলীকে মেরে ফেলা হতে পারে। এর সঙ্গে তাঁর স্ত্রী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম জানান, মৃত্যুটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর ঘটনায় হোসেন আলীর স্ত্রী চাম্পা বিবিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের