Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামী কারাগারে

সিরাজগঞ্জের কাজীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হযরত আলী কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তাঁর স্ত্রী ববিতা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। 

ববিতা খাতুনের বাবা বকুল শেখ বলেন, ‘প্রায় দুই বছর আগে হযরত আলীর সঙ্গে ববিতার বিয়ে হয়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রোববার ববিতাকে আমাদের বাড়িতে আনার জন্য ওর মা মেয়ে জামাতার বাড়ি যায়।’ 

বকুল শেখ আরও বলেন, ‘এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হযরত আলী ও ববিতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে হযরত আলী ববিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা শেষে উন্নত চকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ ঘটনায় ববিতা খাতুনের বাবা বকুল শেখ বাদী হয়ে স্বামী হযরত আলী, শাশুড়ি চাঁন ভানু ও ননদ বালিকা খাতুনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেছেন। 

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, ‘সাত মাসের অন্তঃসত্ত্বা ববিতা খাতুন চিকিৎসার জন্য আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়া নারীর পুরো পেট পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কাজীপুর আমলি আদালতের জিআরও মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে হযরত আলীকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি তাঁকে কারাগারে পাঠানো আদেশ দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূ ববিতার শরীরে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার