Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার কর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার কর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক

ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, রাজশাহীর চিকিৎসক ফাতেমা সিদ্দিকা রাজশাহী কর অঞ্চলের একজন নিয়মিত করদাতা। তিনি সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর ২০২২-২৩ করবর্ষের আয়কর বাবদ ১১ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা কর দিয়েছেন। আয়কর রিটার্ন দাখিলের কিছুদিন পরে কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়া তাঁকে ডেকে পাঠান এবং ঘুষ দাবি করেন। চাহিদা মোতাবেক ঘুষ না দিলে তাঁর আয়কর নথিটি আবার উন্মোচন করা হবে বলে হুমকি দেন।

কিন্তু এই চিকিৎসক প্রথমে ঘুষ দিতে চাননি। তাই মহিবুল ইসলাম এই চিকিৎসকের ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ করবর্ষের আয়কর নথি পুনরায় উন্মোচন করে নোটিশ দেন। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রাক্‌ যাচাই-বাছাই বা সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিকিৎসকের বিগত পাঁচ বছরের আয়কর নথি উন্মোচন করা হয়। কর কর্মকর্তা এই চিকিৎসকের বিরুদ্ধে মনগড়াভাবে আয়কর ফাঁকির অভিযোগ আনেন। এ কারণে ঘুষ দিতে রাজি হন চিকিৎসক ফাতেমা। 

কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়া তখন ফাতেমা সিদ্দিকার আয়কর নথিটি হালনাগাদ ও আয়কর অধ্যাদেশ-৯৩ ধারায় পুনরায় উন্মোচন মামলা নিষ্পত্তি করে দেবেন বলে মোট ৬০ লাখ টাকা ঘুষ চান। এর মধ্যে প্রথম কিস্তি বাবদ ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তিনি গ্রেপ্তার হন। 

তদন্ত কর্মকর্তা মো. আমির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, মহিবুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। কমিশন তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়। তাই গত সোমবার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন মামলার বিচার শুরু হবে। 

উল্লেখ্য, মহিবুল ইসলাম ভূঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩-এর উপ-কর কমিশনার ছিলেন। গত ৪ এপ্রিল একজন চিকিৎসকের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হন তিনি। এ নিয়ে দুদক তাঁর বিরুদ্ধে একটি মামলা করে। পরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রেপ্তার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত