Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঁশের ঠেকায় আটকানোর চেষ্টা টেলিফোন ভবনের ছাদের ধস

আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বাঁশের ঠেকায় আটকানোর চেষ্টা টেলিফোন ভবনের ছাদের ধস

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ ভবনের অবস্থা বেহাল। রক্ষণাবেক্ষণের অভাবে এটি জরাজীর্ণ রূপ নিয়েছে। দোতলা ভবনের ভেতরে ও বাইরে পলেস্তারা খসে পড়ছে। ছাদের ধস ঠেকাতে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি।

সরেজমিনে দেখা গেছে, ১৯৮৬ সালে নির্মিত ভবনটির দ্বিতীয়তলায় ছাদের পলেস্তারা খসে পড়ছে। সেখানে যন্ত্রপাতি রাখা কক্ষের ছাদ ভেঙে পড়া ঠেকাতে বাঁশের খুঁটির মাধ্যমে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। যন্ত্রপাতিগুলো যথাযথভাবে সংরক্ষণ না করায় অকেজো হয়ে যাচ্ছে। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ভবনের ভাঙাচোরা অংশ সংস্কার না করে রক্ষণাবেক্ষণ তহবিল থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে বাইরের দেয়ালে রং করা হয়েছে। এ কাজে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়নি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ভবনে ২০০১ সালে ২০০ লাইনের ডিজিটাল এক্সচেঞ্জ ও ভারী ভারী যন্ত্রপাতি স্থাপন করা হয়। তবে বর্তমানে সিরাজগঞ্জ সদরের সঙ্গে ভূগর্ভস্থ সংযোগ-বিচ্ছিন্ন রয়েছে। সম্প্রতি রেডিও লিংকের মাধ্যমে সংযোগ স্থাপন করে ২৪টি সংযোগসেবা চালু করা হয়েছে। এখানে সংযোগ লাইন দেখভাল করার জন্য পাঁচজন লাইনম্যান আছেন। তাঁদের একজন মো. আসাদ। তিনি ভবনটিকে নিজের মতো করে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। সেখানে তিনি গবাদিপশু পালনসহ সংসার পেতে বসেছেন। 

এ বিষয়ে জানতে লাইনম্যান আসাদের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। 

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, দীর্ঘদিন ভবনটির যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। অফিশিয়ালি কোনো রক্ষণাবেক্ষণ না করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ ভবনের ছাদের ধস ঠেকাতে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের সিরাজগঞ্জ জেলার কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (টেলিকম) গোলাম আজম জানান, সিরাজগঞ্জ-কাজীপুরের সড়ক প্রশস্ত করায় মাটির নিচের কেবলগুলো নষ্ট হয়ে গেছে, সে জন্য সেবা ব্যাহত হচ্ছে। এখন আর কেবল নয়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেবা দেওয়া হবে। তখন ভবন সংস্কারের উদ্যোগও নেওয়া হবে। 
 
গোলাম আজম বলেন, ‘আগে থেকেই জানি, আসাদ নামের একজন টেলিফোন ভবনটি নিজের বাড়ির মতো ব্যবহার করেন। ভবনের মধ্যে গবাদিপশু লালন-পালন করা যাবে না। নিজের বাড়ির মতো ব্যবহারও করা যাবে না।’

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার