বগুড়ার শেরপুরে অপহৃত এক কিশোরীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেবাহাটি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। পরে মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেন।
আটক মারজিউল হক রিমাজের বাড়ি খামারকান্দি ইউনিয়নের শাফল জানি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর উপজেলার মেয়েটি (১৪) গত ৩ মে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। সম্ভাব্য স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে সে দিন রাতেই মেয়েটির বাবা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ মেয়েটির সন্ধান শুরু করে। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার পুলিশ মেয়েটির অবস্থান নিশ্চিত করে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেবাহাটি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার ও ছেলেটিকে আটক করা হয়। এ সময় স্থানীয় থানা-পুলিশ সহযোগিতা বরে। এ বিষয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক সাইফ আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’