Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০০ ধারায় মামলা দায়ের করেন ছাত্রলীগের এক নেতা।

গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন (২৬) সদর উপজেলার নামুজা কারিগর পাড়ার তছলিম উদ্দিনের ছেলে ও উপজেলার নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর হোসাইন ইসলাম হোসেন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ছবি দিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করেন। ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।’

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান (২৯) মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে নামাজগড় এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ