Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাকবাংলো এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ জানান, হাদিকুল চেক জালিয়াতির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। সম্প্রতি তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদ্‌রোগ শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল।

জেলার জানান, সম্প্রতি তাঁকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো হলে সরাসরি রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাই তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

ইডির বদলির পরও ৬০ কর্মকর্তা-কর্মচারীর বদলি

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কমিশন গঠন, জুনে ভোট

এসএসসি পরীক্ষার মধ্যে ধর্ষণ, মামলার পর পলাতক পরীক্ষার্থী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক ওএসডি

রাজশাহীতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আটকে ৩ ট্রেন

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

ভাইয়ের বদলে বোনকে কুপিয়ে রগ কেটে দিল মাদকাসক্ত যুবক