শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবেশী মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে কোপ দিয়ে ডান হাতের রগ ও হাড় কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত আস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করিয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আবারও হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থী হলেন ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরবি আকতার (২১)। তিনি ফুলতলা মাদ্রাসার ফাজিল শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যুবক গোলাম রব্বানী (২৭) একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আরবি আকতারের খালাতো ভাই রডমিস্ত্রি আশরাফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব ছিল গোলাম রব্বানীর। সম্প্রতি আশরাফুল ও গোলাম রব্বানীর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলের বাড়িতে তাঁকে মারতে যান। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে বাড়ির গেট খুলে বের হন আরবি আকতার। গোলাম রব্বানী এ সময় আরবি আকতারের ডান হাতে কোপ দিয়ে আহত করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আশরাফুল। উপস্থিত লোকজন প্রথমে রব্বানীকে আটকে রাখলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান।
আরবি আকতারের বড় বোন রোকেয়া আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাম রব্বানী মাদকাসক্ত। আমার খালাতো ভাই আশরাফুলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। সেই টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আশরাফুলের ওপরে ক্ষিপ্ত হন তিনি। কয়েক দিন আগে আশরাফুলের সঙ্গে রব্বানীর হাতাহাতিও হয়। এর জের ধরে মঙ্গলবার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলকে মারতে আসেন। আমার বোন গেট খুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে রব্বানী কোপ দেন। আমার বোনের সঙ্গে কিংবা আমাদের পরিবারের অন্য কারও সঙ্গে রব্বানীর কোনো বিরোধ ছিল না। ঘটনার সময় আশরাফুলও বাড়িতে ছিল না।’
আরবি আকতারের মামাতো ভাই আল আমিন বলেন, ‘মেয়েটার চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে। একবার অপারেশন করা হয়েছে। আবারও অপারেশন করতে হবে। হাত ভালো হবে চিকিৎসকেরা এমন নিশ্চয়তাও দিতে পারছেন না। অনেক রক্তক্ষরণ হয়েছে।’
এ ঘটনায় কথা বলতে গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজন বলছে, কেন এ ঘটনা ঘটল, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আরবি আকতারের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে রব্বানীকে আসামি করা হয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবেশী মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে কোপ দিয়ে ডান হাতের রগ ও হাড় কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত আস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার করিয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আবারও হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থী হলেন ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরবি আকতার (২১)। তিনি ফুলতলা মাদ্রাসার ফাজিল শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত যুবক গোলাম রব্বানী (২৭) একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আরবি আকতারের খালাতো ভাই রডমিস্ত্রি আশরাফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব ছিল গোলাম রব্বানীর। সম্প্রতি আশরাফুল ও গোলাম রব্বানীর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলের বাড়িতে তাঁকে মারতে যান। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করলে বাড়ির গেট খুলে বের হন আরবি আকতার। গোলাম রব্বানী এ সময় আরবি আকতারের ডান হাতে কোপ দিয়ে আহত করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আশরাফুল। উপস্থিত লোকজন প্রথমে রব্বানীকে আটকে রাখলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান।
আরবি আকতারের বড় বোন রোকেয়া আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাম রব্বানী মাদকাসক্ত। আমার খালাতো ভাই আশরাফুলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। সেই টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আশরাফুলের ওপরে ক্ষিপ্ত হন তিনি। কয়েক দিন আগে আশরাফুলের সঙ্গে রব্বানীর হাতাহাতিও হয়। এর জের ধরে মঙ্গলবার দুবলাগাড়ী হাট থেকে রব্বানী দেশীয় ধারালো অস্ত্র কিনে আশরাফুলকে মারতে আসেন। আমার বোন গেট খুলে বাইরে আসার সঙ্গে সঙ্গে রব্বানী কোপ দেন। আমার বোনের সঙ্গে কিংবা আমাদের পরিবারের অন্য কারও সঙ্গে রব্বানীর কোনো বিরোধ ছিল না। ঘটনার সময় আশরাফুলও বাড়িতে ছিল না।’
আরবি আকতারের মামাতো ভাই আল আমিন বলেন, ‘মেয়েটার চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে। একবার অপারেশন করা হয়েছে। আবারও অপারেশন করতে হবে। হাত ভালো হবে চিকিৎসকেরা এমন নিশ্চয়তাও দিতে পারছেন না। অনেক রক্তক্ষরণ হয়েছে।’
এ ঘটনায় কথা বলতে গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজন বলছে, কেন এ ঘটনা ঘটল, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আরবি আকতারের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে রব্বানীকে আসামি করা হয়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
১ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
২ ঘণ্টা আগে