Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

ধানখেতে গলিত লাশ, ‘মূল হোতা’ গ্রেপ্তার
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় ‘মূল হোতাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বুলবুল।

গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাঁকে নওগাঁ আদালতে নেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদী হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাঁকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গতকাল দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।

ইডির বদলির পরও ৬০ কর্মকর্তা-কর্মচারীর বদলি

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কমিশন গঠন, জুনে ভোট

এসএসসি পরীক্ষার মধ্যে ধর্ষণ, মামলার পর পলাতক পরীক্ষার্থী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক ওএসডি

রাজশাহীতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আটকে ৩ ট্রেন

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

ভাইয়ের বদলে বোনকে কুপিয়ে রগ কেটে দিল মাদকাসক্ত যুবক