Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে 

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

একই সময় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাবেক এমপি হেনরীর স্বামী শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকাসিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এদিকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর শাস্তি ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা। 

উল্লেখ্য, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এর মধ্যে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখ নিহতের ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবু।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত