Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

যুবদল নেতার জামিন হলেও মুক্তি মেলেনি, খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

যুবদল নেতার জামিন হলেও মুক্তি মেলেনি, খবর শুনে মায়ের মৃত্যু

কারাগারে আটক যুবদল নেতার জামিন হলেও মুক্তি না পাওয়ার খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মা আক্তার বানু (৭৬) মারা গেছেন। আজ বুধবার ভোরে বগুড়া শহরের ফুলবাড়ী (টিলা মসজিদ) এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। 

আক্তার বানুর ছেলে রোকন হোসেন বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। নাশকতা মামলায় দুই মাস ধরে তিনি বগুড়া জেলা কারাগারে আটক রয়েছেন। বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এ তথ্য নিশ্চিত করেছেন।

রোকন হোসেনের আইনজীবী আসিফ মাহমুদ বলেন, যুবদল নেতা রোকন হোসেন ও শাখারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমানকে হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের রায়ের কপি বগুড়া জেলা কারাগারে গত সোমবার পৌঁছায়। গতকাল মঙ্গলবার তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখলাসুর রহমানের বাবার নাম ভুল থাকায় কারা কর্তৃপক্ষ দুজনকেই মুক্তি না দিয়ে জামিননামা সংশোধন করার পরামর্শ দেয়। জামিননামা সংশোধনে এক সপ্তাহ সময় লাগবে। তবে মায়ের মৃত্যুর কারণে রোকন হোসেনকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আক্তার বানু জানতে পারেন, তাঁর ছেলে হাইকোর্ট থেকে মুক্তি পেলেও জামিন পাননি। এরপর রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ