Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

কাভার্ডভ্যানের ধাক্কা প্রাণ গেল গ্রাম পুলিশের

নওগাঁ প্রতিনিধি

কাভার্ডভ্যানের ধাক্কা প্রাণ গেল গ্রাম পুলিশের

নওগাঁর পত্নীতলায় কাভার্ডভ্যানের ধাক্কায় গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের শিহাড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রাম পুলিশের নাম মো. ছুরত আলী (৫০)। তিনি ওই ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। 

আহতরা হলেন-মো. আকবর আলী (৬২), মো. গোলাম মোস্তফা (৬৫) ও মো. সমির উদ্দিন (৬৬)। তাঁরা সবাই শিহাড়া এলাকার বাসিন্দা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের পাশেই শিহারা বাজারের আকবর আলীর পানের দোকানে পান কিনতে যায় ছুরত আলী। এ সময় ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পানের দোকানে ঢুকে যায়। এতে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান গ্রাম পুলিশ ছুরত আলী। এ ঘটনায় ওই দোকানিসহ আরও তিনজন আহত হন। দুমড়েমুচড়ে যায় দোকানটির চারপাশ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত মো. গোলাম মোস্তফা ও মো. সমির উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেলে পাঠায় চিকিৎসক।

ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান আটক করে চালক ও সহকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত