সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন মুন্সি জাহেদ আলম। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাঁর আবেদন আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে দলীয় ফোরামে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে তাঁর এই অব্যাহতি চাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, থেকে থাকলে তা কী, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অব্যাহতিপত্রে মুন্সি জাহেদ আলম উল্লেখ করেন, ‘এক নেতার এক পদের নির্দেশনা থাকার কারণে আমাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল চাই। যে কারণে আমাকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’
জাহেদ আলম আরও উল্লেখ করেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব অর্পণ করেন। আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল হতে চাই। এ কারণে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিতে যেন মর্জি হয়।’