Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চান মুন্সি আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চান মুন্সি আলম

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন মুন্সি জাহেদ আলম। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাঁর আবেদন আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে দলীয় ফোরামে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে তাঁর এই অব্যাহতি চাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, থেকে থাকলে তা কী, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

অব্যাহতিপত্রে মুন্সি জাহেদ আলম উল্লেখ করেন, ‘এক নেতার এক পদের নির্দেশনা থাকার কারণে আমাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল চাই। যে কারণে আমাকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’

জাহেদ আলম আরও উল্লেখ করেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব অর্পণ করেন। আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল হতে চাই। এ কারণে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিতে যেন মর্জি হয়।’

জাহেদ আলমের লেখা পদত্যাগপত্রউল্লেখ্য, ২০২২ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির সহসভাপতি সেলিম ভূঁইয়াকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলমকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে জেলা বিএনপির পদ থেকে এই দুই নেতাকে মৌখিকভাবে অব্যাহতি দেয় জেলা বিএনপি।

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ