সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত চার দিনে নদীর পানি ৮৪ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। তবে নদীর পানি এখনো বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুজ্জামান জানান, গত চার দিন ধরে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর যমুনা নদীর পানি কাজীপুর মেঘাই ঘট পয়েন্টে ১৪ সেন্টিমিটার, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার বেড়েছে।
এ ছাড়া ৬ অক্টোবর কাজীপুর পয়েন্টে ২৯ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর কাজীপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৩৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ কাজীপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার ও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘যমুনা নদীতে পানি বাড়ছে আবার কমে যাচ্ছে। গত চার দিন ধরে পানি বেড়েই চলেছে। তবে এতে ভয়ের কিছু নেই। আগামী দু-এক দিন পানি বাড়বে। তার পর পানি কমতে শুরু করবে। পানি এখন বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’