রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত দেওয়া হচ্ছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন।
গত সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেছে। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।’
রাজশাহীতে পুলিশ না থাকায় আজও মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ দিন শহরে নতুন করে হামলা-লুটপাটের খবর পাওয়া যায়নি।