রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ষাটোর্ধ্ব এই ব্যক্তির বাড়ি নাটোরে। শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন ৪ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। আর ছাড়পত্র পেয়েছেন ৩ জন। শুক্রবার সকালে মোট রোগী ছিলেন ৪৪ জন।
এর মধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, পাবনার ৬ জন, নওগাঁর ৪ জন, নাটোর, কুষ্টিয়া ও মেহেরপুরের ২ জন করে এবং চুয়াডাঙ্গার ১ জন রোগী ছিলেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলার ২১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ২ দশমিক ৮৩ শতাংশ।