বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ফাতেমা মাগুরার তাইড় খোকসাগাড়ি গ্রামের রনি হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ৩টার দিকে আকাশে মেঘ দেখে ফাতেমা গোরফা বিলে হাঁস আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, মরদেহটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।