বগুড়া প্রতিনিধি
আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার হাসানের বাবা আব্দুস সালাম ভূঁইয়া মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলার ধুনট উপজেলার উজালসিংহ গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম আব্দুস সালাম ভূঁইয়া বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার হবে বলে শাহরিয়ার জানিয়েছেন।
শাহরিয়ার হাসানের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।