গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ বেলা ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম ওরসে গেলে ১ নম্বর গেটে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় স্থানীয় লোকজন। এ সময় ইটপাটকেল ছোড়া হলে তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাড়ি ফেরেন।