Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের ১০০ মিটার আগে লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে সরদহ স্টেশনমাস্টার ইকবাল কবির নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ স্টেশনে প্রবেশের ১০০ মিটার আগে পেছনের ‘ক’ বগিটি লাইনচ্যুত হয়। ওই বগিতে ৫২ জন যাত্রী ছিল, তবে কেউ হতাহত হননি। ওই বগির আটটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। পরে বগিটি সবচেয়ে পেছনে থাকায় সেটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে অপর পাশে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। 

সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির বলেন, ‘বর্তমানে ঈশ্বরদী জংশন থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে রাজশাহী থেকে ঢাকাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’ 

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ