Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

অর্থঋণের মামলায় কারাগারে নেওয়ার পরদিন বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে নুরুল ইসলাম নামে (৭৫) এক বৃদ্ধ হাজতি আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে। 

সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, অর্থঋণ আদালতের একটি মামলায় গতকাল রোববার কারাগারে আসেন নুরুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম। আজ সোমবার ভোরে নুরুল ইসলাম অসুস্থ হলে দ্রুত তাঁকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানায়, আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করে। এই মামলায় গতকাল রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়ে দেয়।

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

রাবির তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পৃষ্ঠপোষক’

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় নারী হাজতখানায় পরিবারের সঙ্গে তুফানের সাক্ষাৎ

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনায় স্কুলের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার