Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ভটভটি ও ইট ভাঙানো মেশিনবাহী গাড়ির সংঘর্ষ, নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে ভটভটি ও ইট ভাঙানো মেশিনবাহী গাড়ির সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও ইট ভাঙানো মেশিন বহন করা গাড়ির সংঘর্ষে ভুগোল বিহারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সারে ৭টার দিকে রাজাপুর-জোনাইল আঞ্চলিক সড়কের গোপালপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভুগোল বিহারী গোপালপুর উত্তরপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে। তিনি পেশায় ইট ভাঙানোর মিস্ত্রি। আহতরা হলেন উপজেলার গোপালপুর উত্তরপাড়া গ্রামের নিশান আহম্মেদ (১৮), আকিজ উদ্দিন (২৫), লিটন হোসেন (২৪), রিন্টু আলী (২৬) ও দাসগ্রাম গ্রামে আব্দুল মমিন (২৮)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুগোল বিহারীসহ আহতরা ইট ভাঙানোর কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। জোনাইল থেকে আসা ধান বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে গোপালপুর মসজিদের সামনে ইটভাঙ্গানো গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুগোল বিহারী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত