Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চৈত্র মাসেও পাকা আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চৈত্র মাসেও পাকা আম

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন সারা বছর সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। চলছে চৈত্র মাস এ মাসে মূলত আমের গাছে মুকুল থাকার কথা। তবে জেলার কিছু ব্যতিক্রমী ব্যবসায়ীদের আয়োজনে এ মাসেও বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে সুস্বাদু আম। তবে দাম অনেক বেশি। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। 

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনে গিয়েও দেখা মেলে পাকা আমের। বিভিন্ন স্টলেই বিক্রি হচ্ছে, বারি-৪ বারি-১১ ও কাটিমনসহ হরেক জাতের সুস্বাদু কাঁচা ও পাকা আম। 

আম বিক্রেতা স্বপন আজকের পত্রিকাকে বলেন, আমি গত ৫ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু সম্প্রতি মৌসুমি আমের দাম কমে যাওয়ায় ৩০ বিঘা জমিতে বারোমাসি আম বাগান গড়ে তুলেছি। গত দুই দিন আগে শুনলাম উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য এখানে আম বিক্রি করতে এসেছি। গতকাল ৩০ হাজার টাকার আম বিক্রি করছি। বুধবার পর্যন্ত প্রায় ৬ হাজার টাকার আম বিক্রি হয়েছে। আশা করছি ৪০ হাজার টাকার আম বিক্রি করতে পারব। 

আম ক্রয় করতে আসা নাজমুল হক বলেন, আমি গতকাল মঙ্গলবার আম সম্মেলনে এসেছিলাম। এখানে আম বিক্রি করতে দেখে ২৫০ টাকা দিয়ে ৫০০ গ্রাম আম কিনেছিলাম। বাড়ি গিয়ে খেয়ে দেখি এ আম অনেক সুস্বাদু। তাই ফের ১ কেজি আম কিনলাম ৫০০ টাকা দিয়ে।

বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে ঘুরতে আসা নাসিম মাহমুদ নামে এক ব্যক্তি বলেন, আম সম্মেলনে ঘুরতে এসে ভালোই লাগছে। অনেক ধরনের স্টল এখানে বসানো হয়েছে। নতুন কিছু দেখতে পাচ্ছি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এমন আম সম্মেলন আমরা প্রতিবছর দেখতে চাই। 

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছর থেকে আম ব্যবসায়ীরা আমের দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে। তাই বারোমাসি আম চাষ করেছেন অনেকেই। এ আমগুলোই মূলত হাট-বাজারে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে। এ বারোমাসি আম এখন পর্যন্ত এ জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। 

উল্লেখ্য, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়ামে দুদিনব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এখানে আম ও অন্য কৃষি পণ্য নিয়ে ৭৫টি স্টল রয়েছে। সেখানে কাঁচা ও পাকা আম ছাড়াও রয়েছে মধুমতি গ্রুপের নিজস্ব উৎপাদিত আমের বিভিন্ন ধরনের আচার। 

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ