হোম > সারা দেশ > রাজশাহী

সাড়ে চার মাসে কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাত্র সাড়ে চার মাসে কোরআনের হাফেজ হয়েছে আট বছরের আশরাফুল ইসলাম। সে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

গত মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে গোপরেখী পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের অনেক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়াসহ হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে প্রায় ১ কোটি হাফেজ রয়েছেন। তবে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করার পরম সৌভাগ্য অর্জন করেছে আশরাফুল ইসলাম। এক অল্প দিনে কোরআন মুখস্থ করার দৃষ্টান্ত খুব বেশি নেই। মুখস্থ করার আগে সে সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শেখে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন