Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মামলা লেখায় কনস্টেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মামলা লেখায় কনস্টেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। তবে এই ঘটনার মূল হোতা পালিয়ে গেছে।

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম বদিউজ্জামান জনি। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন তিনি। তখন নগরের টুলটুলিপাড়া মোড়ে তাঁকে ধরে আটকে রাখেন ছয় যুবক। এ সময় তাঁর কাছে আড়াই লাখ টাকা দাবি করা হয়।

পুলিশ বলছে, এই ঘটনার মূল হোতার নাম মো. মিলন (৩৫)। তাঁর বাড়ি নগরের হড়গ্রাম এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রায় সাত মাস আগে একটি ছিনতাইয়ের ঘটনায় আটক হয়েছিলেন মিলন। সেদিন কম্পিউটার অপারেটর হিসেবে মামলা লিখেছিলেন জনি। সেই রাগেই জনিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন মিলন।

পুলিশ জানায়, কনস্টেবল জনি পরিবার নিয়ে নগরের কোর্ট স্টেশন এলাকায় থাকেন। থানায় ডিউটি শেষে ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে টুলটুলিপাড়া মোড়ে মিলনসহ পাঁচ-ছয়জন তাঁর গতিরোধ করেন। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাঁকে। এ সময় তাঁর কাছে আড়াই লাখ টাকা দাবি করা হয়।

মিলন ওই কনস্টেবলকে বলেন, ওই মামলায় গ্রেপ্তারের পর জামিন হতে তাঁর অনেক টাকা খরচ হয়েছে। এই টাকা এখন দিতে হবে। প্রাণহানির ভয়ে কনস্টেবল জনি তখন তাঁর এক বন্ধুকে ফোন করেন টাকার জন্য। পরে তাঁর ওই বন্ধু বিষয়টি জনির বাবাকে জানান। এরপর জনির বাবা বিষয়টি রাজপাড়া থানায় জানান। পরে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে জনিকে উদ্ধার করে। এ সময় মিলনসহ অন্যরা পালিয়ে গেলেও সানোয়ার নামের একজনকে আটক করতে পারে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘মিলন সম্প্রতি জেল খেটে জামিনে বের হয়েছে। এর পর থেকেই কনস্টেবল জনিকে জিম্মি করার জন্য ওত পেতে ছিল। ভোররাতে তাকে পেয়ে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি।’

ওসি জানান, এ ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে আসামি হিসেবে মিলন, সানোয়ারসহ চারজনের নাম উল্লেখ আছে। অজ্ঞাত আসামি আছেন আরও ছয়-সাতজন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সানোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল হোতা মিলনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাটোরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিকশাচালককে জুতাপেটার তদন্ত শুরু, ক্ষমা চান সমাজসেবা কর্মকর্তা

মশায় অতিষ্ঠ নগরবাসী

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেপ্তার ৪

ইউএনও অফিসের কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে পূর্ণিমা ধর্ষণ মামলা, সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার