পাবনার আটঘরিয়ায় একাধিক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার পুস্তিগাছা বাজারের নিকটবর্তী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার পাংশা থানার রুহুল আমিন (৩৬), সালাম মিয়া (৪২), আরিফ সরদার (২৪), মো. লিয়াকত সরদার (৫৭), মো. ফজলু সরদার (২৩) এবং পাবনার আমিনপুর থানার নিলু মণ্ডল (৪৪)। এ সময় তাঁদের কাছ থেকে একটি পুরোনো ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, দুটি লোহার তৈরি ধারালো হাঁসুয়া, স্টেইনলেস স্টিলের চাপাতি, ধারালো ছুরি, তালা কাটায় ব্যবহৃত হ্যাক্সব্লেড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা আদালতে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় ডাকাতির মামলা রুজু করে আদালতে পপঠানো হয়েছে।’