Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে: ধর্ম উপদেষ্টা

নাটোর ও লালপুর প্রতিনিধি 

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে: ধর্ম উপদেষ্টা
নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যারা কোনো উপাসনালয়, কোনো ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা করে তারা সন্ত্রাসী-কালপ্রিট। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

আজ শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা খালিদ হোসেন বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের যত অর্জন, এতে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এ দেশের নাগরিক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেতে চায়।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নামাজি সমাজ করতে পারলে, অপরাধপ্রবণতা কমে যাবে। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। অন্তরে হিংসা থাকলে মানবিক গুণাবলি ধ্বংস হয়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পর সম্প্রীতির আবহ যাতে বজায় থাকতে পারে, সে জন্য কাজ করে যাচ্ছি। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পাশে ধর্ম মন্ত্রণালয় রয়েছে। সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসাইন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কমিশন গঠন, জুনে ভোট

এসএসসি পরীক্ষার মধ্যে ধর্ষণ, মামলার পর পলাতক পরীক্ষার্থী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক ওএসডি

রাজশাহীতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আটকে ৩ ট্রেন

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

ভাইয়ের বদলে বোনকে কুপিয়ে রগ কেটে দিল মাদকাসক্ত যুবক

মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় ২ পুলিশ সদস্য আহত