নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা।
রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা।
পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’