সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির শেখ (৩৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মনির গাজীপুরে যাচ্ছিলেন। তিনি খালকুলা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি।