Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চিরকুটের সূত্রে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

চিরকুটের সূত্রে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

নওগাঁর বদলগাছিতে কাগজে লেখা চিরকুটের সূত্র ধরে থানার পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে আলমকে (১৬) ফিরে পেল পরিবার। ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পিতা।

হারিয়ে যাওয়া ছেলে আলম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টায় বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বালুপাড়া নামক স্থানে আলম চলাফেরা করছিল। এ সময় রাস্তায় রাতে টহলরত পুলিশের এসআই মেহেদী হাসানের সন্দেহ হওয়ায় আলমকে বদলগাছী থানায় নিয়ে যান। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের নির্দেশে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলম পকেটের একটি কাগজ বের করে দেয়। পরে কাগজে লেখা ঠিকানা অনুযায়ী ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বদলগাছী থানার পুলিশ। খবর পেয়ে পিতা ও ভাই বদলগাছী থানায় ছুটে গেলে থানার অফিসার আলমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে আলম বলেন, ‘আমার বাড়ির ঠিকানা আমার মনে ছিল না। তবে বাবা ও ভাইকে চিনতে পেরেছি। পকেটে কাগজে লেখা ঠিকানা কে লিখে দিয়েছে তা মনে নেই। ট্রেনে করে এখানে এসেছি। আমি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেছি। ঠিকমতো কাজ করতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে।’

আলমের পিতা জামাল উদ্দিন বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি। প্রায় এক বছর আগেও আলম হারিয়ে গিয়েছিল। তখনো পুলিশের সহযোগিতায় আলমকে ফিরে পেয়েছি। কিন্তু আজ কোনো জিডি ছাড়াই আলমকে ফিরে পেয়ে আমি খুব খুশি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ছেলেটি মানসিক প্রতিবন্ধী। নিজের পরিচয় ঠিকমতো বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্ধান পেয়ে শনিবার রাত ৯টার দিকে তার পিতার কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ 

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত