Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে রোগীর ছেলেকে মারধর: ৪ দিন সময় নিল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রামেক হাসপাতালে রোগীর ছেলেকে মারধর: ৪ দিন সময় নিল তদন্ত কমিটি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর ছেলেকে ইন্টার্ন চিকিৎসকদের বেদম মারধরের তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ হয়নি। তদন্ত কমিটি আরও চার দিন সময় নিয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহম্মদ আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

এ এফ এম শামীম আহম্মদ বলেন, ‘তদন্ত কমিটিকে আসলে অনেক কাজ করতে হচ্ছে। ওয়ার্ডে ভর্তি থাকা অন্য রোগীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। নার্সসহ অন্য কর্মচারীদের বক্তব্য নিতে হচ্ছে। যিনি অভিযোগ করেছেন, তাঁকেও ডাকা হয়েছে। তিনি এখনো আসেননি। তাই তদন্ত কমিটি আরও চার দিন সময় চেয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সময় দিতে হয়েছে।’

এর আগে গত বুধবার দুপুরে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডের রোগী পিয়ারা বেগমের (৬০) ছেলে সুমন পারভেজ রিপনকে (৩০) কক্ষে ডেকে নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে পেটান একদল ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালের রিপোর্ট দেখাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে পেটানো হয় বলে দাবি ভুক্তভোগী সুমন পারভেজ রিপনের।

সুমন পারভেজ রিপনসুমনকে পেটানোর একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনা তদন্তে সেদিনই পাঁচ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে প্রতিবেদন দিতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়। সে সময় শেষ হয় রোববার। তবে কমিটি তদন্ত শেষ করতে পারেনি। রোববার তদন্ত কমিটিকে আরও চার দিন সময় দেওয়া হয়।

এদিকে তদন্ত কমিটি গঠনের দিনই ভিডিও ফুটেজ দেখে আলমগীর হোসেন ও ফরহাদ হাসান নামের দুজন ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বরখাস্ত থাকবেন। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ