নাটোরের বাগাতিপাড়ায় প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর আত্মহত্যার করেছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ শয়ন ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকা তানিয়ার মরদেহ উদ্ধার করে।
তানিয়া বেগম বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার তরিম উদ্দিনের মেয়ে।
মরদেহ উদ্ধারকারী পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ জানায়, পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের জুয়েল রানার সঙ্গে পাঁচ/ছয় মাস আগে তানিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বিয়ের কিছুদিন পর স্বামী বিদেশ চলে গেলে তানিয়া বাবার বাড়ি টুনিপাড়াতে চলে আসেন। জামাতার সঙ্গে শ্বশুরবাড়ির কারও তেমন সম্পর্ক না থাকায় তানিয়ার স্বামী কোন দেশে থাকেন তা শ্বশুর বাড়ির কেউই জানেন না।
তানিয়ার বাবা জানান, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। তিনি বাজার থেকে বাড়ি ফিরে তানিয়াকে তাঁর শয়ন ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের মানুষ এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলার সময় মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’