Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স
আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মেহেদি হাসানসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের কাছে হস্তান্তর করা হয়।

বিমা কোম্পানির পক্ষে জেনিথ ইসলামি লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এই চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (অব.) মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু তারেক এবং জেনিথের গ্রুপ ও স্বাস্থ্যবিমা বিভাগের ভিপি আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড নাহিদুল ইসলাম সাগর।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জহিরুল ইসলাম এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসানের মৃত্যুতে ওই চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মারা গিয়েছিলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান।

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

কামারখন্দে মশার কয়েলের আগুনে পুড়ল ৫ গরু, নেভাতে গিয়ে দগ্ধ হলেন কৃষক

রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল গলিত লাশ

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ইফতারের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত কর্মীর মৃত্যু

রাজশাহীতে যুবকের হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

রাজশাহীতে বিএনপি দুই পক্ষে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু