Ajker Patrika

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
হেদায়েতুল আলম রেজা। ছবি: সংগৃহীত
হেদায়েতুল আলম রেজা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তাঁর ভাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। পুলিশ ও সাধারণ মানুষ যেন তাঁকে না চিনতে পারে, এ জন্য মাথা ন্যাড়া করেন হেদায়েতুল আলম রেজা। অবশেষে ন্যাড়া মাথায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা করা হয়। মামলায় এজাহারনামীয় আসামি আলম রেজা। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তাঁর ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত