শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শেরপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর তীরে গড়ের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (১৪) জয়লা আলাদি ও মোরসালিন ইসলাম (১১) চর খানপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন—রুস্তম আলী (১৭), জাকারিয়া (১২), শিহাব উদ্দিন (১৫), রাসেল উদ্দিন (১৭) ও মিরাজুল ইসলাম (১১) জয়লা আলাদি গ্রামের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঙালি নদীর তীরে বালুর স্তূপে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। বেলা ২টার দিকে আকস্মিক বজ্রপাতে জাহিদুল ও মোরসালিন ঘটনাস্থলাই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মনিরা বলেন, ‘আমাদের এখানে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত সাতজনের চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি তিনজনের একজন হাসপাতালে ভর্তি আছে এবং দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।