Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

লালাবাগে মাদ্রাসা পড়ুয়া কিশোরীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

লালাবাগে মাদ্রাসা পড়ুয়া কিশোরীর ‘আত্মহত্যা’

রাজধানীর লালাবাগ শহীদনগর এলাকার এক বাসায় মাদ্রাসা পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে লালবাগ শহীদনগর বউবাজার এলাকা থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত শারমিন আক্তারের (১৪) গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাচারি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। বর্তমানে শহিদনগর বউবাজার এলাকায় একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত। 

হাসপাতালে শারমিনের বড় বোন সাথী আক্তার আজকের পত্রিকাকে বলেন, শারমিনকে মাদ্রাসায় ভর্তি করানো হলেও সে পড়াশোনা করত না। দুপুরে বাসায় শারমিনকে রেখে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান শারমিন ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। 

সাথী আক্তার আরও বলেন, ঝুলন্ত অবস্থা থেকে শারমিনকে নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি তাঁরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লালবাগ থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বজনদের বরাত দিয়ে এএসআই জানান, সে গলায় ফাঁস দিয়েছিল। তবে ফাঁসির কারণ জানাতে পারেননি স্বজনরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে লালবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে।

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ