বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের ফুলতলা ও নন্দীগ্রাম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
শহরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলতলা এলাকার ঝন্টু মিয়া, মানিক হোসেন এবং শহরের চক কানপাড়া এলাকার বাপ্পী মিয়া। তাঁরা তিনই যুবলীগের কর্মী।
এর মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
অপর দিকে নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ও ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। তাঁদের নামে ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।