Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি: আজকের পত্রিকা

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাকাতিতেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের শামীম ইসলাম সদুল (২৭), রঞ্জিত চন্দ্র বর্মণ (৩০), আব্দুল লতিফ ওরফে নাঈম (২৭), গাইবান্ধার শাহারুল ইসলাম (৩৭), শহিদুল ইসলাম (৪০) ও বগুড়ার শাহাদাত হোসেন (৪০)।

সংবাদ সম্মেলনে এসপি সাফিউল সারোয়ার বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাতে নওগাঁর পত্নীতলায় একটি বিআরটিসি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তিনজন জয়পুরহাটের কালাই থেকে, দুজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজন বগুড়ার কাহালু থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুলের বিরুদ্ধে ছয়টি, শাহারুলের বিরুদ্ধে দুটি, শামীমের বিরুদ্ধে দুটি এবং অন্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল, এক জোড়া কানের দুলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে করাত, কয়েকটি হাঁসুয়া এবং একটি প্লাস।

পুলিশ সুপার আরও জানান, নওগাঁয় গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির সঙ্গেও জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি বলেন, ‘পাবনার ডাকাতির সময় লুণ্ঠিত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন আমরা ডাকাতদের কাছ থেকে উদ্ধার করেছি। নওগাঁর ডাকাতির সময় ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনার ডাকাতিতেও ব্যবহার করেছিল।’

পুলিশ সুপার বলেন, ‘এই ডাকাত চক্র দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তারের ফলে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দলটির অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কমিশন গঠন, জুনে ভোট

এসএসসি পরীক্ষার মধ্যে ধর্ষণ, মামলার পর পলাতক পরীক্ষার্থী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক ওএসডি

রাজশাহীতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আটকে ৩ ট্রেন

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

ভাইয়ের বদলে বোনকে কুপিয়ে রগ কেটে দিল মাদকাসক্ত যুবক

মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় ২ পুলিশ সদস্য আহত