Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত 

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত খায়রুল ইসলাম (৪২) চরগড়গড়ি গ্রামের বাসিন্দা ও সাহাপুর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। সংঘর্ষের পর খায়রুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে মোড় চরগড়গড়িত এলাকার হোসেন আলীর সঙ্গে খায়রুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে আজ শুক্রবার বিকেলে খায়রুল ইসলামের এক সমর্থককে আলহাজ্ব মোড়ে মারধর করে হোসেন আলীর সমর্থকেরা। খবর পেয়ে খায়রুল ইসলামের সমর্থকেরা প্রতিবাদ জানাতে ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

উভয়পক্ষ ঢাল–সড়কি, লাঠিসোঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় মাটিতে লুটিয়ে পড়েন যুবলীগ নেতা খায়রুল ইসলাম। গুরুতর অবস্থায় সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। একই এলাকার খায়রুল ইসলাম এবং হোসেন আলীর পক্ষের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থাবড়রা নাগালের বাইরে

শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ