Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের আশপাশে ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ১০ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের আশপাশে ককটেল ও বিকট শব্দের পটকা ফোটানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া রেলস্টেশনের প্রবেশমুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শহরের সাতমাথার অদূরে বিআরটিসি বাস ডিপোর সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পানবোঝাই ট্রাকে পেট্রল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। 

বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।’ একই কথা জানান বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মুর্শেদ। 

এ ছাড়া আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরোনো ভবন ভোটকেন্দ্র, করনেশন ইনস্টিটিউশন ভোটকেন্দ্র, এরুলিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা জানান, ভোটকেন্দ্রের বাইরে তাঁরা বিকট শব্দ শুনেছেন।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ