Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আম চাষ

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

রিমন রহমান, রাজশাহী 

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা
ছবি: সংগৃহীত

বাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছে আমচাষিদের কপালে। এখন মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

এই তিন জেলা ও নাটোর মিলিয়ে গত মৌসুমে ৯৩ হাজার ২২৪ হেক্টর জমিতে আমবাগান ছিল। আমের উৎপাদন হয়েছিল ১০ লাখ ২৮ হাজার ৮৪৫ টন। গত বছর অফ ইয়ার ছিল বলে গত মৌসুমে আমের ফলন ছিল কম। এবার কোনো লক্ষ্যমাত্রা না থাকলেও আমের অন ইয়ার হওয়ায় উৎপাদন গত মৌসুমের চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তবে কৃষকেরা রয়েছেন চিন্তায়।

নওগাঁর পত্নীতলার আমচাষি দেলোয়ার হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে তাঁদের এলাকায় টিপটিপ বৃষ্টি হয়েছে। এখন অতিরিক্ত রোদ হলে মুকুল নষ্ট হয়ে যাবে। তবে এখনকার মতো ঠান্ডা আবহাওয়া থাকলে ক্ষতি তেমন হবে না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুসারে, গত শনিবার দুপুরে তাঁরা নগরের চৌদ্দপাই এলাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ২টা ৪০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। রোববার মহানগরে বৃষ্টি হয়নি। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সঙ্গে সঙ্গে চাষিরা ছত্রাকনাশক স্প্রে শুরু করেছেন। কিন্তু মুকুল ফুটন্ত অবস্থায় থাকলে এখন স্প্রে করে লাভ হবে না। যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সে ক্ষেত্রে ফলন একটু কমতে পারে। তবে যে গাছে এখনো মুকুল পুরোপুরি ফোটেনি, সেগুলোর কোনো ক্ষতি হবে না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, রাজশাহী, নওগাঁ, নাটোর ও নওগাঁয় গড়ে ৭০ শতাংশ গাছে মুকুল ফুটে গেছে। তবে ক্ষতির তেমন আশঙ্কা করছেন না তিনি। ড. আজিজুর বলেন, ‘খুব জোরে বৃষ্টি হয়নি। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে। এমন নমিন্যাল (নামমাত্র) বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা নেই। এবার আমের অন ইয়ার। তাই ফলন ভালো হবে। এ রকম অল্প বৃষ্টিতে ফলনও খুব একটা কমবে না।’

ইডির বদলির পরও ৬০ কর্মকর্তা-কর্মচারীর বদলি

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কমিশন গঠন, জুনে ভোট

এসএসসি পরীক্ষার মধ্যে ধর্ষণ, মামলার পর পলাতক পরীক্ষার্থী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক ওএসডি

রাজশাহীতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, আটকে ৩ ট্রেন

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

ভাইয়ের বদলে বোনকে কুপিয়ে রগ কেটে দিল মাদকাসক্ত যুবক