Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীকে কোপ, ৭ আঙুল হারানোর শঙ্কা

নাটোর প্রতিনিধি

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীকে কোপ, ৭ আঙুল হারানোর শঙ্কা

নাটোরের হরিশপুরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর হাতের সাতটি আঙুল গুরুতর জখম করেছেন স্বামী। আজ মঙ্গলবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুর ১টায় সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে।

গ্রামবাসীরা জানান, ১৩ বছর আগে ওই গ্রামের ফজলুর রহমানের (মৃত) ছেলে আব্দুল হাই সদর উপজেলার আটঘরিয়া গ্রামের জয়নাল আবেদিনের (মৃত) মেয়ে মুক্তি বেগমকে (৩০) বিয়ে করেন। অবশ্য বিয়ের আগে আগের তিনটি বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পান থেকে চুন খসলেই স্ত্রীকে নির্যাতন করেন আব্দুল হাই। রোববার দুপুর ১টায় তরকারি রান্না করার সময় তেল বেশি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মুক্তি বেগমকে এলোপাতাড়ি কোপান। এ সময় মুক্তির দুই হাতের সাতটি আঙুল জখম হয়। মুখসহ শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। স্বজনেরা দ্রুত তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজা উন নবী বলেন, 'মুক্তি বেগমের হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ। একটা হাত ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করা না হলে আঙুলগুলো হারাতে হবে।'

মুক্তি বেগম বলেন, ‘দুপুরে তরকারিতে বেশি তেল দিয়েছি বলে স্বামী মারপিট শুরু করে। একপর্যায়ে হাসুয়া দিয়ে আমার গলাকাটার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দেই। এরপরও এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার মুখে হাসুয়া দিয়ে আঘাত করে। আমি দৌড়ে না পালালে মেরেই ফেলতো। আমি পাষণ্ডের বিচার চাই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ১১ বছরের মেয়ে বৃষ্টি বলে, ‘আমি আব্বার পা ধরে বলেছি, আব্বা মাকে ছেড়ে দাও। মরে যাবে। তবুও ছাড়েনি।’

গ্রামবাসীরা জানান, আব্দুল হাই এর আগে তিনটি বিয়ে করেন। সেসব স্ত্রী নির্যাতন সইতে না পেরে ছেড়ে চলে গেছেন। বর্তমান স্ত্রীও রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কোরবানি ঈদের আগে আব্দুল হাইয়ের অনুরোধে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিরা মুক্তি বেগমকে স্বামীর বাড়ি ফিরিয়ে আনেন। 

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই মুক্তি বেগমের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুক্তির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত