Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদণ্ডের আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি (২৭) এবং একই গ্রামের হাচেন আলী সরদারের ছেলে মো. আজিম (৩০)। 

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ অক্টোবর উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় উল্লাপাড়া পুলিশ। দুপুরে পুলিশের কাছে খবর আসে, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় রনি ও আজিম নামে দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ