বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলমের নামে বগুড়া সদর থানায় ১৫ টি মামলা রয়েছে। বিএনপির হরতাল অবরোধে চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
এদিকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।